অর্ডার করার পদ্ধতি

প্রিয় গ্রাহক,

মাত্র কয়েকটি ধাপ অতিক্রম করলেই আপনার পছন্দের পণ্যগুলো নির্ভুলভাবে অর্ডার করতে পারবেন।

পরামর্শসমূহঃ

১. আপনি যদি রেজিষ্টার্ড মেম্বার হয়ে থাকেন তবে কেনাকাটায় কোন প্রকার ঝামেলা পোহাতে হবে না। অতএব আমাদের সাইটে একবার রেজিষ্ট্রেশন করে নিন।

২. রেজিষ্টার্ড মেম্বার না হলেও সমস্যা নেই আপনি কেনাকাটা করতে পারবেন। তবে পণ্য পৌছানোর জন্য নাম ঠিকানা প্রত্যেকবার দিতে হবে। অতএব রেজিষ্ট্রেশনই ভালো।

পণ্য ক্রয়ের ধাপসমূহঃ

১. আপনার পছন্দের পণ্য দেখলেই Add to cart আইকনে ক্লিক করুন। প্রয়োজনে ক্যাটেগরিতে গিয়ে পছন্দের পণ্য বাছাই করুন।

২. সকল পণ্য বাছাই শেষ হলে উপর থেকে Cart আইকনে ক্লিক করে View Cart আইকনে ক্লিক করুন।

৩. পণ্যের পরিমান সঠিক করে Update Cart বাটনে ক্লিক করুন।

৪. সাবটোটাল, টোটাল সঠিক থাকলে Proceed to checkout বাটনে ক্লিক করুন।

৫. Billing details ফরমটি ফিলআপ করুন।

৬. ভিন্ন ঠিকানায় পণ্য পাঠাতে চাইলে Ship to a different address? চেকবক্সে ক্লিক করে আবার ফরম ফিলাপ করুন।

৭. সবশেষে কিভাবে পেমেন্ট করবেন সেটি উল্লেখ করে Place Order বাটনে ক্লিক করুন। (মালামাল বুঝে পাওয়ার পর টাকা দিতে চাইলে Cash on delivery ‍সিলেক্ট করুন। আর বিকাশ করতে চাইলে দেখানো নম্বরে আগে বিকাশ করে আপনার নম্বর এবং ট্রানজেকশন নম্বর দিন।)

৮. আপনার কাজ শেষ এবার আমাদের অফিস থেকে আপনার ইনভয়েস অনুযায়ী দ্রুত সময়ে পণ্য পৌঁছে দেয়া হবে আপনার বাড়িতে । আর যেকোন সমস্যায় ফোন দেয়া হতে পারে আপনার নম্বরে।